অনন্য রেকর্ড ডাকছে মাহমুদউল্লাহকে
আগে জানি তার টেস্ট ফর্মটা কেমন? পেছনের চার টেস্টে তিন সেঞ্চুরি! জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের এই সেঞ্চুরিগুলো। রেকর্ডের কথা বললে ধারাবাহিকতার হিসেবে টেস্ট ক্রিকেটে এরচেয়ে ভাল পারফরমেন্স আছে বাংলাদেশের এক ব্যাটসম্যানের; তামিম ইকবাল। টানা তিন টেস্টে তিন সেঞ্চুরির অভুতপূর্ব এবং অনন্য রেকর্ড আছে বাংলাদেশের এই ওপেনারের। মুমিনুল হকেরও টানা চার টেস্টে তিন সেঞ্চুরির কৃতিত্ব আছে।