সমস্যা নিয়ে আর কিছু বলেনি ফেসবুক
অন্যতম জনপ্রিয় সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা যাচ্ছে। গত বুধবার (১৩ মার্চ) থেকে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফেসবুকের মালিকানাধীন অন্যান্য মাধ্যমগুলোতেও এই সমস্যা দেখা যাচ্ছে। লগইন করা গেলেও মেসেঞ্জারসহ অন্যান্য যে সব সুবিধা আছে, সেগুলোর কোনো কিছুই ব্যবহার করা যাচ্ছে না।