মায়ের উপর সৎ বাবার অত্যাচার, প্রতিবাদ করায় যা হলো ছেলের ভাগ্যে
মায়ের উপর অত্যাচার করতে সৎবাবা। ১২ বছরের কিশোর মায়ের অত্যাচার মেনে নিতে না পেরে করেন প্রতিবাদ। পরে সৎবাবার সঙ্গে মায়ের বিচ্ছেদ হলে মাকে নিয়ে আলাদা একটি বাড়ি ভাড়া করে চলেও যায় ওই কিশোর। তবে ঘটনার রেশ তখনও কাটেনি। বৃহস্পতিবার সকালে তাকে একা সামনে পেয়ে এলোপাথারি ছুরি চালান সৎবাবা।
আপডেটঃ ০৬ মে ২০২২ | ০৮:১০